/anm-bengali/media/media_files/2024/11/08/fhzU043BL8o1xRSqNegS.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রেখা পাত্রকে নিয়ে ফিরহাদ হাকিমের বক্তব্য প্রসঙ্গে এবার তাকে বিড়িওলা বলে কটাক্ষ করলেন বাংলার নেতা তথাগত রায়। এই ইস্যুতে তিনি মমতা ব্যানার্জিকেও নিশানা করেছেন।
/anm-bengali/media/media_files/ed6xaGbY9wbmdJ2SjxAI.jpg)
তিনি ট্যুইট করে বলেছেন, "দেশের প্রধানমন্ত্রী ও রেখা পাত্রের সম্বন্ধে কুকথা বলছে চেতলার জনৈক বিড়িওলা ! বিড়িওলার কথাবার্তা তো বিড়িওলার মতোই হবে! কিন্তু হেরেছিলেন তো মমতাও ! নন্দীগ্রামে, শুভেন্দুর কাছে, পা ভাঙার ভড়ং করেও। তাকেও কি বিড়িওলা ‘হেরো মাল’ বলবে নাকি ?" তথাগত রায় এই ট্যুইট করতেই শোরগোল শুরু হয়েছে।
দেশের প্রধানমন্ত্রী ও রেখা পাত্রের সম্বন্ধে কুকথা বলছে চেতলার জনৈক বিড়িওলা !
— Tathagata Roy (@tathagata2) November 7, 2024
বিড়িওলার কথাবার্তা তো বিড়িওলার মতোই হবে!
কিন্তু হেরেছিলেন তো মমতাও ! নন্দীগ্রামে, শুভেন্দুর কাছে, পা ভাঙার ভড়ং করেও। তাকেও কি বিড়িওলা ‘হেরো মাল’ বলবে নাকি ? https://t.co/VMvgwWwyLj
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us