/anm-bengali/media/media_files/2025/06/14/WVnfIdkWGT0aybXJ9QZ4.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: তীব্র দাবদাহে পাখিদের তৃষ্ণা নিবারণের জন্য প্রায় ১০ কিলোমিটার রাস্তার পাশে থাকা গাছে লাগানো হল পাখিদের জল খাওয়ার জন্য মাটির ভাঁড়, বিশুদ্ধ পানীয় জল এবং ওআরএস।
প্রখর দাবদাহ বৃষ্টির দেখা নেই। সাধারণ মানুষ থেকে শুরু করে পশুপাখি সকলের জীবনই ওষ্ঠাগত। তাই এবার পাখিদের কথা চিন্তা করে মাটির ভাঁড়ে ওআরএস এবং বিশুদ্ধ পানীয় জল সহ রাস্তার পাশে এবং বিভিন্ন জায়গার গাছে পাখিদের জল খাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করলেন নদীয়ার শান্তিপুরের সামাজিক সংগঠনের সদস্যরা এবং স্থানীয় ছাত্রছাত্রীরা।
/anm-bengali/media/post_attachments/fe88844f-67d.png)
শান্তিপুরের বন্ধু সামাজিক সংগঠনের পাশাপাশি এলাকার একাধিক ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে পাখিদের জল খাওয়ার ব্যবস্থাপনার এই কর্মকাণ্ডে। বর্তমানে প্রায় ১০ কিলোমিটার রাস্তায় পাশে থাকা গাছে পাখিদের জল খাওয়ার জন্য মাটির ভাঁড়, বিশুদ্ধ পানীয় জল এবং ওআরএস দেওয়া হয়েছে।
প্রতিদিন সকালে এই সমস্ত ভাঁড়ে জল দেবেন সংগঠনের সদস্যরা। যাতে করে পাখিরা ঠিকঠাকভাবে থাকতে পারে এবং তাদের তৃষ্ণা নিবারণ হয় সে কারণেই তাদের এই উদ্যোগ বলে জানান সংগঠনের সদস্য জয়ন্ত পাল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us