/anm-bengali/media/media_files/2025/07/16/screenshot-2025-07-16-pm-2025-07-16-23-54-14.png)
নিজস্ব সংবাদদাতা: বছর ঘুরলেই রাজ্যে বেজে যাবে বিধানসভা নির্বাচনের দামামা। এই নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের সবকটি দলই ইতিমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ শুরু করে দিয়েছে। এবার বঙ্গ বিজেপির একটাই লক্ষ্য, রাজ্যে সরকার পরিবর্তন। রাজ্যের বিভিন্ন দুর্নীতি, নারী নির্যাতন, সাম্প্রদায়িক হামলা সবকিছুকে হাতিয়ার করে ২০২৬-এর মহারণে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুতি নিচ্ছে বঙ্গ বিজেপি। সেইমত, কালনা বিধানসভাতেও শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। কালনা বিধানসভা তৃণমূলের থেকে ছিনিয়ে নিতে ইতিমধ্যেই বুথ স্তরে কাজ শুরু করে দিয়েছে বিজেপি।
/anm-bengali/media/post_attachments/28a73db4-705.png)
কালনা বিধানসভার ৪ নম্বর মন্ডলে যার নেতৃত্ব দিচ্ছেন সুদক্ষ নেতা গৌর মন্ডল। সেইমত, বুধবার কালনা বিধানসভার ৪ নম্বর মন্ডলের মন্ডল সভাপতি গৌর মন্ডলের নেতৃত্বে বুথ সশক্তিকরনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। কালনা বিধানসভার অন্তর্গত কৃষ্ণদেবপুরের পার্টি অফিসে অনুষ্টিত হয় এই বৈঠক।
/anm-bengali/media/post_attachments/6f20c1cf-9c6.png)
বৈঠকে উপস্থিত ছিলেন, জেলার সভানেত্রী সম্মানিয়া স্মৃতিকনা বসু মহাশয়া, রাজ্য কমিটির সদস্য ও কালনা ৪ নং মন্ডলের বুথ সশন্তিকরনের ইনচার্জ রাজীব ভৌমিক মহাশয়, কালনা বিধানসভার বুথ সশন্তিকরনের কনভেনার খোকন বাগ মহাশয়, কালনা বিধানসভার বুথ সশন্তিকরনের কো-কনভেনার দীপালি দাস মহাশয়া। সাংগঠনিক কাটোয়া জেলার জয়েন্ট অফিস সেক্রেটারি শিশির রায় মহাশয়, কালনা ৪ নং মন্ডলের দুই সাধারন সম্পাদক অসীম মণ্ডল ও রাজু বিশ্বাস মহাশয়, এবং সভার সঞ্চালক ও কালনা ৪ নং মণ্ডলের কোষাধ্যক্ষ বাপন রাজবংশী মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ডল পদাধিকারীগণ, শক্তিকেন্দ্র ইনচাজ ও শক্তিকেন্দ্র প্রমুখগণ।
/anm-bengali/media/post_attachments/05f9a883-c39.png)
জেলার সভানেত্রী সম্মানিয়া স্মৃতিকনা বসু মহাশয়া এই বৈঠকে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং আগামী দিনে রাজ্যে বিজেপির সরকার গঠনে সকলকে একসাথে পথ চলার বার্তা দেন। সম্মানীয় রাজীব ভৌমিক মহাশয় দলের সকল পদাধিকারীগণকে তাদের কাজের পরিসর ব্যাখ্যা করেন এবং দলের হয়ে প্রত্যেককে শক্ত খুঁটি হয়ে ওঠার বার্তা দেন।
/anm-bengali/media/post_attachments/d3c20663-a95.png)
এই বৈঠক থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে সকলে মিলে একসাথে দলের হয়ে লড়াই করার বার্তা দিয়েছেন সম্মানীয় গৌর মন্ডল মহাশয়। তার কথায়, সকলকে সাথে নিয়ে শাসকদলের বিরুদ্ধে মজবুত প্রতিরোধ গড়ে তুলতে পারলে বিজেপির জন্য জয় আসবে।
/anm-bengali/media/post_attachments/8912f007-311.png)
এই বৈঠক আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কালনা ৪ নম্বর মন্ডলে বিজেপির শক্তি বৃদ্ধিতে বড়সড় ভূমিকা রাখবে বলেই আশা করছেন বৈঠকে উপস্থিত সকল নেতা ও নেতৃত্বগণ। বর্তমানে বিজেপির একটাই লক্ষ্য, তৃণমূলের শাসনের উৎখাত ঘটিয়ে রাজ্যে বিজেপির সরকার গড়ে তোলা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us