ফের গরু পাচার! গ্রেফতার কেষ্ট মণ্ডল

পাচার করার আগে লরি ভর্তি অবৈধ কয়লা ও ন’টি গরু বাজেয়াপ্ত করেছে বীরভূমের রামপুরহাট থানার পুলিশ।

New Update
,জম্নব

নিজস্ব সংবাদদাতাঃ বীরভূম জেলা থেকে গরু পাচারের ঘটনায় অভিযুক্ত হিসাবে গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। সেই বীরভূমে ফের পাচারের আগে বিপুল কয়লা ও গরু উদ্ধার। রাতভর অভিযান চালিয়ে এই উদ্ধারকাজ করে পুলিশ। পাচার করার আগে লরি ভর্তি অবৈধ কয়লা ও ন’টি গরু বাজেয়াপ্ত করেছে বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। সঙ্গে গরু পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন দু’জন। একজন কেষ্ট মণ্ডল, অন্যজন নূর জামাল শেখ। পাশাপাশি কয়লা পাচারের অভিযোগেও একজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, রামপুরহাট-ঝাড়খণ্ড রোডের সুরিচুয়ার কাছ থেকে এই রাজ্যে গরু আনা হচ্ছিল। একটি ছোট গাড়িতে ৯টি গরু রাখা ছিল। গরুগুলো উদ্ধার করে পুলিশ। গরু পাচার করার অভিযোগে কেষ্ট মণ্ডল ও নূর জামাল শেখ নামে দু’জনকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে।

অন্যদিকে, কয়লা পাচার করার অভিযোগে ঝাড়খণ্ডের জামতাড়া এলাকার মনোজিৎ ঘোষ নামে এক কয়লা-কারবারিকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ।