/anm-bengali/media/media_files/2025/11/15/whatsapp-image-2025-11-15-at-194034-2025-11-15-20-32-24.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বীরভূমের লাভপুরের চৌহাট্টা কালিনগর কলোনী পাড়ায় শুক্রবার দুপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। লাভপুরের চৌহাট্টা কালিনগর কলোনী পাড়া এলাকার বাসিন্দা সুকান্ত মণ্ডলের বাড়িতে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির বৌ ছেলের জন্য গ্যাসে দুধ গরম করতে দিয়ে বাইরে কাজে বেরিয়ে যান। সেই সময় হঠাৎই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে বাড়ির পুরো অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং সব কিছু জিনিসপত্র ভস্মীভূত হয়ে যায়। বাড়িতে প্রায় দুই লক্ষ টাকা ও সোনার জিনিসপত্র ছিল, সেগুলিও পুড়ে ছাই হয়ে যায়। তবে বড়সড় ক্ষয়ক্ষতি হলেও কোনও ব্যক্তি হতাহত হয়নি বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন।
/anm-bengali/media/post_attachments/a1c5c728-1ee.png)
ঘটনায় আতঙ্ক ছড়ালেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বিষয়টি বলে জানাই পরিবারের লোকজন। পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন স্থানীয় প্রশাসন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us