New Update
/anm-bengali/media/media_files/2025/05/24/MqJFPmCCQMdFMeZEQjsR.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বীরবাহা সরেন টুডুকে সংবর্ধনা রোহিনীতে, তৃণমূল নেত্রীকে সম্মান জানালেন দলীয় কর্মীরা। শনিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী অঞ্চলে এক হৃদয়স্পর্শী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে।
/anm-bengali/media/media_files/2025/05/24/YzsdqIwAh4a6mMccsUEu.jpeg)
সম্প্রতি পুনরায় ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর, বীরবাহা সরেন টুডুকে তার নিজ বাসভবনে গিয়ে সম্মান জানানো হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ এবং রোহিনী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মথুর মাহাত। এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চলের মহিলা নেত্রী মনি নায়েক, নির্মল নায়েক সহ আরও অনেক তৃণমূল নেতা-কর্মী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us