New Update
/anm-bengali/media/media_files/MaIVYYbGvXmUCDSNn3LS.jpg)
নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রামের কনক দূর্গা মন্দির সংলগ্ন অরণ্যের জীববৈচিত্র্য সম্পর্কে স্কুল ও কলেজের পড়ুয়াদের পাঠ দিতে 'নেচার স্টাডি ক্যাম্প' নামক এক কর্মসূচির আয়োজন আজ করা হয় পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে। সেখানে স্কুল ও কলেজের পড়ুয়াদের অরণ্যের নানা উদ্ভিদ ও প্রাণী এবং পোকামাকড়ের সহাবস্থান সম্পর্কে পাঠ দেওয়া হয়। মৌমাছি, পিঁপড়ে, ফার্ন, মস এগুলি সম্পর্কে বিজ্ঞানসমত নানা দিক তুলে ধরা হয়। ঘুরে ঘুরে দেখানো হয় বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট।
/anm-bengali/media/post_attachments/c302adf6fdd9963ea868302e9e1aefa4a7ce5c6b13853b7139b2cddebd9a7f03.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us