Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/LwhEZpw3W6neSgoBZ5oI.jpg)
নিজস্ব প্রতিনিধি, মালদহ: বেসরকারি বাসের সঙ্গে মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল একজনের। আহত হয়েছেন আরও একজন। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজারের মধুঘাট এলাকায়। ঘটনায় বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, মৃত আতিউর শেখ(২৭) সুজাপুর বহ্মত্তর গ্রামের বাসিন্দা ছিলেন। জখম রফিকুল শেখ আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যালে ভর্তি। আম কিনতে যাওয়ার পথে দুর্ঘটনা,দাবি পরিবারের। ঘটনায় অবরুদ্ধ ৩৪নম্বর জাতীয় সড়ক। ঘটনাস্থলে একটি ইঞ্জিন নিয়ে গিয়ে আগুন নেভান দমকলকর্মীরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us