বাইক সহ গ্রেফতার বাইক চোর

বাইক সহ গ্রেফতার হয়েছে বাইক চোর।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
1ae44eae-f45a-46ee-8051-5af8589b21d6

নিজস্ব প্রতিনিধি: বাইক সহ গ্রেফতার বাইক চোর। পুলিশি হেফাজত চেয়ে আদালতে পেশ। ধৃত দুষ্কৃতীর নাম রাহুল রুইদাস। আড়া কালিগঞ্জ এলাকার বাসিন্দা সে। পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কয়েকদিন আগে কাঁকসা থানার মলানদিঘী ফাঁড়ির বামুনাড়ার একটি ওষুধের দোকানের মালিকের বাইক চুরি যায়।

মলানদিঘী ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ওষুধের দোকানের মালিক। মলানদিঘী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজেশ ভট্টাচার্যের নেতৃত্বে শুরু হয় তদন্ত।

সিসিটিভি ফুটেজ দেখে ওই বাইক চোরের সন্ধান পায় পুলিশ। দিন কয়েকের ব্যবধানে কাঁকসার কালিগঞ্জ এলাকায় হানা দেয় পুলিশ। বাড়ি থেকে চুরি যাওয়া বাইক সহ রাহুল রুইদাসকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।  এই চক্রের পিছনে আরো কেউ জড়িত আছে কিনা সে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে পুলিশ।