New Update
/anm-bengali/media/media_files/2025/05/29/bYSJhUGZdUpowhRembCy.jpeg)
হরি ঘোষ, দুর্গাপুর: অপারেশন সিঁদুরের সাফল্যে বাইক মিছিল। বৃহস্পতিবার সকালে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বাংলা-ঝাড়খন্ড সীমানা থেকে শুরু হয় এই মিছিল। বরাকর, আসানসোল, রাণীগঞ্জ হয়ে বেনাচিতি বাজার জুড়ে চলে এই মিছিল। বিশ্ব হিন্দু পরিষদের কয়েকশো কর্মী-সমর্থকদের দেখা যায় জাতীয় পতাকা নিয়ে বৃষ্টির মধ্যেই ভারত মাতার জয়ধ্বনি দিতে।
মিছিলে অংশ নিয়ে বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "অপারেশন সিঁদুরের সাফল্যের পর সারাদেশ জুড়ে ভারতীয় সেনাদের সম্মান জানানো হচ্ছে। আজও আসানসোল সাংগঠনিক জেলা জুড়ে বাইক মিছিল করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকা সত্ত্বেও এই পদযাত্রা চলে। ভারতীয় সেনাকে সম্মান জানানো হয়"।
/anm-bengali/media/media_files/2025/05/08/TVtwOkPzAcmt56C6XG16.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us