New Update
/anm-bengali/media/media_files/2024/10/17/kkkYQxn9E6eBdOH55UCB.jpg)
নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের শালকুঠি এলাকায় ১৬ নং জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা বাইকের পেছনে সজোরে ধাক্কা মারে একটি প্রাইভেট কার।
গতকাল সন্ধ্যায় এই ঘটনা ঘটার পরেই গুরুতর আহত হয় বাইকে থাকা দুই ব্যক্তি। তাদেরকে দ্রুততার সঙ্গে প্রথমে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং পরে অবস্থা স্থিতিশীল না থাকায় পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যালে।
অপরদিকে এই ঘটনায় প্রাইভেট কার ও বাইকটিকে আটক করেছে ডেবরা থানার পুলিশ।
/anm-bengali/media/media_files/IDr7qHH9jW6HANFJT3iu.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us