New Update
/anm-bengali/media/media_files/2025/07/13/whatsapp-image-2025-07-13-at-2025-07-13-20-07-29.jpeg)
EGRA
নিজস্ব সংবাদদাতা: গত ১১ জুলাই ২০২৫, বিকেল সাড়ে ৩টে নাগাদ, কিছু দুষ্কৃতী নিজেদের সরকারি সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে, এগরার মিলনি মার্কেটের একটি সোনা গলানোর কারখানায় ঢুকে সোনা ও নগদ টাকা হাতিয়ে নেয়। এরপর কারখানার মালিককে তাদের অফিসে নিয়ে যাওয়ার নাম করে গাড়িতে তোলে এবং কিছু সময় পরে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানা এলাকায় নামিয়ে দেয়। এরপর লিখিত অভিযোগের ভিত্তিতে এগরা থানায় মামলা দায়ের হয়। তদন্তে নেমে পাঁচজন দুষ্কৃতীকে গ্রেফতার করে এগরা থানার পুলিশ। দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয় নগদ ২ লক্ষ ৪৬ হাজার টাকা, প্রায় ৫০ গ্রাম সোনা ও একটি মারুতি এসইউভি (SUV)। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে ও এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/13/whatsapp-image-2025-07-13-at-2025-07-13-20-07-44.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us