New Update
/anm-bengali/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-12pm-2025-07-20-12-53-55.png)
নিজস্ব প্রতিনিধি: গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলের কুখ্যাত দুষ্কৃতী আহমেদ আলি অরফে চুনুয়াকে গ্রেফতার করলো টিটাগড় থানার পুলিশ। তার কাছ থেকে একটি পাইপগান এবং একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
/anm-bengali/media/post_attachments/5968039e-77c.png)
এছাড়াও তার সাথে থাকা শেখ সাদ্দাম হোসেন, মহঃ মনসুর, মহঃ আলি, মহঃ আহাতাসমকে নিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করে ব্যারাকপুর আদালতে পাঠায় টিটাগড় থানার পুলিশ। আদালতে এদেরকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us