দূর্গা পুজো- নিয়ে নেওয়া হল বড় পদক্ষেপ- বিশাল খবর

জেলায় প্রথমবার পুজো অনুমতির পোর্টাল উদ্বোধন।

author-image
Aniket
New Update
d



নিজস্ব সংবাদদাতা: শারীরিকভাবে আর বিভিন্ন দপ্তরে গিয়ে অনুমতি চাইতে হবে না। নিজের বাড়ি থেকেই আবেদন করা যাবে পুজোর অনুমতির জন্য। এমনই অনলাইন পোর্টাল উদ্বোধন করলো জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর শহরের শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে এই পোর্টালের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী, পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি সহ বিদ্যুৎ, দমকল বিভাগের আধিকারিকরাও। জেলা শাসক বলেন, "জেলায় প্রথমবার এই ধরনের পোর্টাল উদ্বোধন করা হলো। এতে খুব সহজ সরলভাবে অনুমতি মিলবে।" পাশাপাশি জেলায় অব্যাহত রয়েছে বাল্যবিবাহ। পুজো কমিটিগুলিকে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার প্রচার করার আহ্বান জানান তিনি।

d

কোথাও বাল্যবিবাহ হচ্ছে জানলে প্রশাসনকে জানানোর কথাও বলেছেন জেলাশাসক।

d

পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, "এর আগে দেখা গিয়েছে যে কোন একটি দপ্তরে শারীরিকভাবে উপস্থিত হয়ে কাগজপত্র জমা দিয়ে অনুমতি নিতে হতো। এক্ষেত্রে উপস্থিত না হয়েও বিভিন্ন কাগজ জমা দিয়ে অনুমতি মিলবে। এটা একটা ডকুমেন্ট হিসেবে থেকে যাবে। এটা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ পরিকল্পনা। আজ থেকেই 'পশ্চিম মেদিনীপুর পুজো অনলাইন' চালু হয়ে যাচ্ছে। অনুমতি পাওয়ার জন্য যে সমস্ত কাগজ লাগে সেগুলো দিলেই অনুমতি পাওয়া যাবে। পরের বছর থেকে আর কারো চিন্তা থাকবে না পুজোর অনুমতি নিয়ে।" এই পোর্টাল উদ্বোধনে উপস্থিত হয়েছিল বিভিন্ন পুজো কমিটির সদস্যরা। জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আবেদন করতে হবে।

Adddd

 . . . . .