/anm-bengali/media/media_files/KwuHmbdDqVZOj0IKSJY9.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামালা নিয়ে রাজ্য জুড়ে চলছে জল্পনা। SSC মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের রায় ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক মহলে শোরগোল বেড়েছে। অন্যদিকে হাইকোর্টের নির্দেশে এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল হয়ে গিয়েছে। এই নিয়ে চাকরি হারিয়েছে রাজ্যের ২৫,৭৫৩ জন। এরপর এই মামলায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে খানিক স্বস্তি মেলে।
/anm-bengali/media/media_files/PZ5qcVHvuhlUGBjRqi3U.jpg)
প্রসঙ্গত, যোগ্য এবং অযোগ্যদের চাকরি হারানোর মধ্যেই সুখবর আসে রাজ্যবাসীর জন্য। জানা গিয়েছে, রাজ্য সরকার প্রচুর শূন্যপদে নিয়োগ করতে চলেছে। পঞ্চায়েতে ৬,৫৫২ শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার নিয়োগ করতে চলেছে, এমনটাই বিজ্ঞপ্তি এসেছে।
/anm-bengali/media/media_files/f1y7BFkvZKjwTAZe52Hm.jpg)
রাজ্যের পঞ্চায়েত দফতরে বেশ কয়েকটি শূন্যপদে নিয়োগ হতে চলেছে। নিয়োগ হতে চলেছে গ্রুপ-ডি, পিওন, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, গ্রাম পঞ্চায়েত কর্মী, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, সহায়ক, সেক্রেটারি, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক-কাম- টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন, ব্লক ইনফর্মেটিক্স অফিসার বিভিন্ন পদে।
এছাড়ারও রাজ্য সরকারের পঞ্চায়েত দফতরের একটি পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us