বাড়ির মুল গেটের সামনে ঘাপটি মেরে বসে বিশালাকার পাইথন! তারপর?

কোথায় ঘটল এই কাণ্ড?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-27 at 3.18.27 PM (1)

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: চন্দ্রকোনার ধরমপুরে বসতবাড়ির মুল গেটের সামনে ঘাপটি মেরে বসে ছিল বিশালাকার পাইথন। নজরে আসতেই হুলুস্থুলু কান্ড বেঁধে যায়। খবর পেতেই বন দফতর থেকে কর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যায় পাইথনটিকে।

ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ধরমপুর গ্রামের। গ্রামের বাসিন্দা নির্মল পাঁজার বসতবাড়ির বাইরে মুল গেটের সামনে সিঁড়িতে রবিবারের সন্ধ্যায় পাওয়া যায় বিশালাকার ওই পাইথনটিকে। নজর পড়ে বাড়ির সদস্যদের। হুলুস্থুলু পড়ে যায় পাড়া-প্রতিবেশীদের মধ্যে। খবর দেওয়া হয় বন দফতরে। রাতে বন দফতরের কর্মীরা গ্রামে পৌঁছে উদ্ধার করে নিয়ে যায় পাইথনটিকে। বন দফতর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া পাইথনটির উচ্চতা প্রায় ১০ ফুট এবং তার ওজন প্রায় ২০ কেজি। ইন্ডিয়ান রক পাইথন নামে পরিচিত ওই পাইথনটি, এমনটাই বন দফতর সূত্রে খবর।

WhatsApp Image 2025-10-27 at 3.18.28 PM