লোকসভার আগে সুপ্রিম 'রক্ষাকবচ' নিশীথ প্রামানিককে, রইল বড় চমক

আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেললেন নিশীথ প্রামাণিক।

author-image
SWETA MITRA
New Update
nisith.jpg

নিজস্ব সংবাদদাতাঃ খুনের চেষ্টার অভিযোগ রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের (Nisith Pramanik) বিরুদ্ধে। গ্রেফতারি পরোয়ানা অবধি জারি হয় নিশীথেরবিরুদ্ধে। এরপরেই রক্ষাকবচ চাইতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অমিত শাহের ডেপুটি। তবে অবশেষে আজ রক্ষাকবচ দেওয়া হল নিশীথকে।  নিশীথকেজলপাইগুড়িরসার্কিটবেঞ্চেআবেদনজানাতেবলল দেশের শীর্ষ আদালত। ততদিন অবধি তাঁর বিরুদ্ধেকোনওপদক্ষেপনেওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়।