New Update
/anm-bengali/media/media_files/2025/03/09/io0D48cca73i5wiu88kX.png)
File Picture
নিজস্ব প্রতিনিধি: নজরে ডেবরার হরিনারায়ণপুর সমবায় সমিতির নির্বাচন। ৪১ আসনের মধ্যে ২১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল। কুড়ি আসনে চলছে ভোট। উত্তেজনা এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।
/anm-bengali/media/post_attachments/577733c8-2c7.png)
আজ সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের হরিনারায়নপুর কৃষি উন্নয়ন সমবায় লিমিটেডের বোর্ড গঠনের জন্য নির্বাচন চলছে। ৪১ আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২১ আসনে জয়লাভ করেছে তৃণমূল। বাকি ২০ আসনে ভোট চলছে। যেখানে সমবায় মঞ্চ বাঁচাও নামে বিরোধী সংগঠন প্রার্থী দিয়েছে। বেশ কয়েকটি বুথ জুড়ে হাজারের বেশি ভোটার রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us