/anm-bengali/media/media_files/xQVjZvRsgaUHk7MEaRuM.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ভোটের দিন চলমান সন্ত্রাস রাজ্যে ইতিমধ্যেই প্রাণ কেড়েছে ১২ জনের। এবার ভোটের মধ্যে বিরোধীদের ওপর হামলার বড় ভিডিও সামনে এনেছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। তিনি বড়জোড়া বিধানসভার পিটরাবনী গ্রাম পঞ্চায়েতের আরবেতাল ২০৬ নম্বর বুথের উত্তেজনার ভিডিও ট্যুইট করেছেন।
/anm-bengali/media/post_attachments/e6a62e40-76c.png)
ট্যুইট করে তিনি দাবি করেছেন, তৃণমূলের তরফে বিরোধীদের ওপর হামলা করা হয়েছে। এছাড়াও এই হামলার পেছনে পুলিশের নেতৃত্ব রয়েছে বলে অভিযোগ করেছেন সৌমিত্র খাঁ। তিনি শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করে ট্যুইটে বলেছেন, "বড়জোড়া বিধানসভার পিটরাবনী গ্রাম পঞ্চায়েতের আরবেতাল ২০৬ নাং বুথে তৃণমূলী গুন্ডারা মমতা পুলিশের নৃতত্বে দেখুন কিভাবে বুথ দখল করছে"।
বড়জোড়া বিধানসভার পিটরাবনী গ্রাম পঞ্চায়েতের আরবেতাল ২০৬ নাং বুথে তৃণমূলী গুন্ডারা মমতা পুলিশের নৃতত্বে দেখুন কিভাবে বুথ দখল করছে।। pic.twitter.com/r7MR0xFlkY
— Saumitra khan (@KhanSaumitra) July 8, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us