/anm-bengali/media/media_files/FRxNVevvoq8eQnc0IwxH.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার ফের হিন্দুরাষ্ট্র নিয়ে বিস্ফোরক দাবি করলেন তথাগত রায়। তিনি বলেছেন, "অনেকে নালিশ করে আমি নাকি সোশাল মিডিয়াতে হিন্দু-মুসলমান পোস্ট করতেই ব্যস্ত থাকি। কথাটা সত্যি। কারণ হিন্দু-মুসলমানই আজকের ভারতবর্ষে সবচেয়ে বড় সমস্যা। খাদ্য-বস্ত্র-বাসস্থানের চেয়েও অনেক বড় সমস্যা। মুসলিম লীগ পাকিস্তান কেড়ে নিয়েছিল এই যুক্তিতে, যে তাদের নিজেদের জীবনশৈলী আছে, তারা হিন্দুর অধীনে থাকবে না। ভারতের অধিকাংশ মুসলমান তাদের সমর্থন করেছিল। এর স্বাভাবিক পরিণতি হওয়া উচিত ছিল সব মুসলিমের পাকিস্তানে চলে যাওয়া। কিন্তু দেখা গেল, পাকিস্তান হবার পরে তারা সব হিন্দু-শিখকে সেখান থেকে তাড়িয়ে দিল, কিন্তু নিজেদের একটা বিশাল অংশ ভারতে থেকে গেল। অর্থাৎ গাছেরও খেল, তলারও কুড়োল। সমস্যার উৎপত্তি এখান থেকেই। ঘড়ির কাঁটা পিছনদিকে ঘোরানো যাবে না। কিন্তু সমাধান চাই। এর একমাত্র সমাধান, রাষ্ট্রের উপর হিন্দুর সম্পূর্ণ নিয়ন্ত্রণ। অর্থাৎ হিন্দু রাষ্ট্র"।
অনেকে নালিশ করে আমি নাকি সোশাল মিডিয়াতে হিন্দু-মুসলমান পোস্ট করতেই ব্যস্ত থাকি।
— Tathagata Roy (@tathagata2) January 27, 2024
কথাটা সত্যি। কারণ হিন্দু-মুসলমানই আজকের ভারতবর্ষে সবচেয়ে বড় সমস্যা। খাদ্য-বস্ত্র-বাসস্থানের চেয়েও অনেক বড় সমস্যা।
মুসলিম লীগ পাকিস্তান কেড়ে নিয়েছিল এই যুক্তিতে, যে তাদের নিজেদের জীবনশৈলী…
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us