New Update
/anm-bengali/media/media_files/Ac5b62gVG4HRrFdRz11S.jpeg)
File Picture
নিউজ ডেস্ক, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা ব্লকের কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতে বিজেপি ১১, তৃণমূল কংগ্রেস ১০, সিপিএম ২ টি আসনে জয়লাভ করে। কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতের ১৯ নম্বর বুথে এবার হরিবল্লভপুর গ্রামের সিপিএমের জয়ী প্রার্থী শেখ ফারহান আলী তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন।
/anm-bengali/media/media_files/iz6XPnseCAGwBnLo0e5H.jpeg)
জয়ী হয়েও সিপিএম দলে থেকে গ্রামের উন্নয়ন করতে পারবেন না, তাই তৃণমূল কংগ্রেসে যোগদান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের কাজে নিজেকে মনোনিবেশ করতে চান বলে জানিয়েছেন শেখ ফারহান আলী। তার হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক সৌমেন মহাপাত্র।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us