বিরোধী শিবিরে বড় ধাক্কা! দেবীপক্ষে বাজিমাত তৃণমূলের

বিজেপির পাল্টা সভা! বাজিমাত তৃণমূলের! বিরোধী শিবিরে বড় ভাঙন।

author-image
Pallabi Sanyal
New Update
ৌৌৌৌৌ

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পিংলায় বিজেপির পাল্টা সভা তৃণমূলের।যোগদান ৭০ জনের। 

প্রসঙ্গত, গত দুইদিন আগে পিংলায় এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী সহ বর্তমান রাজ্য সরকারকে একাধিক তির্যক আক্রমন করেছিলেন। পিংলার বিধায়ক অজিত মাইতিকেও তিনি আক্রমণ করতে ছাড়েননি। এবার ৪৮ ঘন্টার মধ্যে বিজেপির পাল্টা সভা করল তৃণমূল।  পিংলার মন্ডলবার প্রাইমারী স্কুল মাঠে এই সভার আয়োজন করে পিংলা ব্লক তৃণমূল কংগ্রেস।উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর তথা পিংলার বিধায়ক অজিত মাইতি। 
অজিত মাইতি বলেন, 'ঘাটাল লোকসভায় শুভেন্দু দিবাস্বপ্ন দেখছেন। যে দিবাস্বপ্ন দেখা স্বাস্থ্যের পক্ষেও খারাপ। শুভেন্দু আমার নাতনির জন্মদিন সম্পর্কে যে মন্তব্য করেছেন, আদতে আমার কোনো নাতনিই নেই।' বিরোধী দলনেতার অপপ্রচারে কান না দিয়ে দলের নেতা ও কর্মীদের মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়ে বাড়ি বাড়ি যাওয়ার কথা বলেন। এদিন তৃণমূলের এই সভায় মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এদিন এই সভা থেকে সিপিএম ও বিজেপি ছেড়ে প্রায় ৭০ জন মানুষ বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগদান করে।

hiring.jpg