Breaking : শাহপুর করনি সেক্টরে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন, উত্তপ্ত নিয়ন্ত্রণরেখা
একেবারে নিশ্চিদ্র পরিকল্পনা, পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারত! নিশানায় কি কি ছিল? জানুন
নিখুঁত হামলা— লক্ষ্যবস্তু শুধুমাত্র জঙ্গি ঘাঁটি, সামরিক ঘাঁটিতে হামলা হয়নি? স্পষ্ট জানালো ভারত
ভারতের কড়া জবাবে বিপর্যস্ত জঙ্গি ঘাঁটি, এখনও পর্যন্ত ৯০০ জঙ্গির মৃত্যু, শুধু ভাওয়ালপুরেই খতম ২৫০
আবারও হাঁসফাঁস গরম! তাপপ্রবাহে কাহিল হবে দক্ষিণবঙ্গ
BREAKING : শত্রুর বুকে আঘাত হেনেছে সেনা ! 'অপারেশন সিন্দুর' নিয়ে বড় প্রেস ব্রিফিং হবে সকাল ১০টায়
আজ অত্যধিক সাবধান থাকতে হবে এই দুই রাশির জাতকদের ! দেখুন আজকের রাশিফল
সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হতে পারে এই দুই রাশির জাতকদের ! দেখুন আজকের রাশিফল
স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এই দুই রাশির জাতকদের ! দেখুন আজকের রাশিফল

বড় খবরঃ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে মিলল বোমা! আতঙ্ক

মাধ্যমিক পরীক্ষায় বারুদের গন্ধ ভাটপাড়ায়।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ বোমা উদ্ধার, বোমাবাজি, সন্ত্রাস- এসবের কারণে ভাটপাড়া নিয়ে সর্বদাই উদ্বিগ্ন প্রশাসন। আর এসবের মধ্যে মাধ্যমিকের দ্বিতীয় দিনেও বোমা উদ্ধার হল ভাটপাড়া থেকে। তাও আবার পরীক্ষাকেন্দ্র থেকে একশো মিটার দূরে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পরীক্ষার্থী, অভিভাবকদের মনে। পরে বম্ব স্কোয়াড গিয়ে বোমা উদ্ধার করে। এলাকা ঘিরে রাখে পুলিশ।

cityaddnew

জানা গিয়েছে, শনিবার অর্থাৎ আজ ভাটপাড়ায় সুন্দিয়া হাইস্কুল থেকে ১০০ দূরত্বে ৫ টি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। স্কুলের আশপাশের বাসিন্দারা প্রথমে বোমাটি পড়ে থাকতে দেখেন। কিন্তু ওই এলাকার অদূরের স্কুলেই মাধ্যমিকের সিট পড়েছে। খবর চাউর হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে বা কারা ওই এলাকায় বোমা রেখে গিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

aad

aad