নিজস্ব দল গঠনের পথে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর, ২২ ডিসেম্বর শুরু হবে পথচলা

বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ হাজার সমর্থক আসবেন ওই সভায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Humayun

File Picture

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল থেকে দূরত্ব আরও স্পষ্ট করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। নতুন দল গঠনের পরিকল্পনার কথা আগেই ঘোষণা করেছিলেন তিনি। এবার জানালেন, আগামী ২২ ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়েই হবে তাঁর শক্তিপ্রদর্শন। ওইদিন নতুন দলের সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় করাবেন হুমায়ুন। দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ হাজার সমর্থক আসবেন ওই সভায়।

শনিবার সাংবাদিক সম্মেলনে হুমায়ুন বলেন, “আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। যখন লড়াইতে নামি, ট্রফি জিততেই নামি। ট্রফি জিততে গেলে যেমন নাইজেরিয়ান প্লেয়ার আনতে হয়, আমাকেও সেরকম লোক আনতে হচ্ছে”। তিনি আরও জানান, আগামী বছর বিধানসভা ভোটে তিনি মুর্শিদাবাদের রেজিনগর কেন্দ্র থেকে প্রার্থী হবেন এবং বিদায়ী বিধায়ক রবিউল আলমকে “৩০ হাজারের বেশি ভোটে” হারানোর দাবি করেন।

হুমায়ুনের অভিযোগ, বারবার ঘরোয়া বৈঠকে যা আলোচনা হয়েছে, তা বিকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাঁর স্পষ্ট বক্তব্য, “আমি অপমানিত হয়েছি। দল আমার কথা শোনেনি। তাই দল ছাড়ার সিদ্ধান্ত”।

humayun

উল্লেখ্য, বিতর্কের সঙ্গে হুমায়ুন কবীরের নাম বহুবার জড়িয়েছে। একাধিকবার দলবিরোধী মন্তব্যের জন্য সতর্ক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যেই জানানো হয়েছিল, “দলের নিয়ম মানতে হবে, না হলে ব্যবস্থা নেওয়া হবে”। তবুও শৃঙ্খলার লাগাম শক্ত করা যায়নি।

এবার হুমায়ুনের নতুন দলের আনুষ্ঠানিক রূপ পেতে চলেছে জনসভা থেকেই। রাজনৈতিক মহলের মতে, মুর্শিদাবাদে তৃণমূল ও কংগ্রেসের জোট-সমীকরণের মধ্যে এই পদক্ষেপ নতুন অঙ্কের জন্ম দিতে পারে।