ভাঙড়ে তৃণমূল নেতা রেজ্জাক খাঁ খুনে আরও এক গ্রেফতার, মোট ধৃত ৫

অবশেষে ফাঁকা জায়গায় রেজ্জাককে হত্যা করা হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: ৭২ ঘণ্টার মধ্যে একের পর এক চমক। ভাঙড়ে তৃণমূল নেতা রেজ্জাক খাঁ খুনের তদন্তে দ্রুত অগ্রগতি করছে পুলিশ। সোমবার রাতে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রফিকুল খান, বিজয়গঞ্জ বাজারের চকমরিচা গ্রামের বাসিন্দা। এই নিয়ে মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রফিকুলকে হাসনাবাদের সদরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, খুনের প্রায় ১৫ দিন আগেই রেজ্জাক খাঁকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। প্রথম পরিকল্পনা ভেস্তে যাওয়ায়, ফের নতুন করে ছক কষে অভিযুক্তরা। অবশেষে ফাঁকা জায়গায় রেজ্জাককে হত্যা করা হয়।

এই ঘটনায় শুরু থেকেই আইএসএফ-এর দিকে অভিযোগের আঙুল তুলছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। রবিবার তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করার সময়ও শওকত দাবি করেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে আইএসএফ-এর ষড়যন্ত্র। তবে মোফাজ্জেল নিজে তৃণমূলেরই নেতা। পুলিশের প্রাথমিক অনুমান, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণেই খুন হতে হয় রেজ্জাককে।

Arrest

এছাড়া সোমবার গ্রেফতার হয় আজাহারউদ্দিন মোল্লা নামের আরও এক অভিযুক্ত। যিনি আগে আইএসএফ করলেও পরে তৃণমূলেই যোগ দিয়েছিলেন। সূত্রের খবর, বোমা বাঁধতে গিয়ে গুরুতর জখম হওয়ার পর তিনি আইএসএফ ছেড়ে তৃণমূলে আসেন। যদিও সর্বশেষ ধৃত রফিকুল কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশের তদন্ত জারি রয়েছে। খুনের পেছনে রাজনৈতিক চক্রান্ত, প্রতিহিংসা ও অন্তর্দ্বন্দ্বের দিকেই ইঙ্গিত দিচ্ছে গোটা পরিপ্রেক্ষিত। তদন্তের ভিত্তিতে আরও গ্রেফতারির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।