New Update
/anm-bengali/media/media_files/2024/11/03/dxhkiIbLcGiakv88ibtU.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ আজ ভাইফোঁটা। ভাইফোটার বাজারে সব্জির দরে আগুন। লম্বা লাইন পড়েছে মাছ, মাংস ও মিষ্টির দোকানে।
/anm-bengali/media/post_attachments/2937939c-d0c.png)
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং, পিংলার মাছ ও মাংসের দোকানে ব্যাপক ভিড়। পাশাপাশি আলু, পিঁয়াজ ও বিভিন্ন সব্জির দরেও আগুন। মাছের দামও যথেষ্ট বেশী।
/anm-bengali/media/post_attachments/56bcc33a-d0b.png)
তবে আজ ভাইফোঁটা বলে কথা। এদিন খরচ তো করতেই হবে। তাই দরদামের কথা না ভেবে লম্বা লাইন মাছ মাংসের দোকানে।
/anm-bengali/media/post_attachments/2d4d65c2-fd8.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us