Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/U3Y4s3jd0NL6LZtlSPWs.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ অধীর রঞ্জন চৌধুরীকে হারাতে গুজরাট থেকে এনে তৃণমূল প্রার্থী করেছে ইউসুফ পাঠানকে। অন্যদিকে, অধীর চৌধুরী জোট বেঁধেছেন সিপিআইএমের সঙ্গে। মুর্শিদাবাদের সবকটি কেন্দ্রেই চলছে প্রচার। মুর্শিদাবাদ কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মহঃ সেলিম যেমন প্রাচের তাঁকে সঙ্গী করছেন, অধীর চৌধুরীও তাঁর কেন্দ্রে প্রচারে মহঃ সেলিমকে সঙ্গী করেছেন। তারই মধ্যে তৃণমূলকে আক্রমণ শানাচ্ছেন অধীর চৌধুরী।
Adhir Ranjan Chowdhury says it's better to vote BJP than TMC 🤩 pic.twitter.com/7Lq9XWr62k
— Sudhanidhi Bandyopadhyay (@SudhanidhiB) May 1, 2024
এক প্রচার সভায় অধীর চৌধুরী বলেছেন, "তৃণমূলের থেকে ভালো বিজেপিকে ভোট দেওয়া।" ইতিমধ্যেই অধীর চৌধুরী বক্তব্যের এই অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এএনএম নিউজ এই বক্তব্যের সত্যতা যাচাই করেনি।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us