New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
সোমনাথ মুখার্জি, অন্ডাল: ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা ও বাংলা ভাষার প্রতি বিদ্বেষের বিরুদ্ধে অন্ডালের কাজোরাতে সভা করলো "বাংলা পক্ষ"। সংগঠনের উদ্যোগে সোমবার সন্ধ্যায় সভাটি হয় কাজোরা পোস্ট অফিস মোড়ে। উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অক্ষয় ব্যানার্জি, রাণীগঞ্জ বিধানসভা এলাকার সম্পাদক রাজা ব্যানার্জি সহ অন্যরা।
অক্ষয়বাবু বলেন, বিভিন্ন রাজ্যে বাঙালি ও বাংলা ভাষাভাষীদের হেনস্তা করছে সেখানকার পুলিশ ও রাজ্য সরকার। অবিলম্বে এই বিদ্বেষ বন্ধ করতে হবে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চলবে বলে জানান তিনি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/05/whatsapp-image-2025-08-05-at-1454041-2025-08-05-17-47-43.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us