'চোর মুক্ত গ্রাম পঞ্চায়েত'-এর ডাক বিজেপি বিধায়কের

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে হবে পঞ্চায়েত ভোট। এদিকে ভোটকে পাখির চোখ করে রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচার চালাচ্ছে। জোরকদমে প্রচার চালাচ্ছে বিজেপিও।

author-image
SWETA MITRA
New Update
hiran 1.jpg

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুরঃ পঞ্চায়েতনির্বাচনেরপ্রচারেঘাটালে হাজির হলেন বাঙালিঅভিনেতাবিজেপিবিধায়কহিরণচট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। 'চোরমুক্তগ্রামপঞ্চায়েতকরতেহবে, চোরমুক্তগ্রামপঞ্চায়েতহয়েগেলেইউন্নয়নআপনাথেকেইহবে', এমনইমন্তব্য করেনহিরণ। এরইসাথেঘাটালে (Ghatal)প্রচারেগিয়ে 'চোরহাঁটাওবাংলাবাঁচাও' এরডাকদিলেনহিরণচট্টোপাধ্যায় আজ শুক্রবার।

hiran 2.jpg

 পশ্চিমমেদিনীপুরজেলারঘাটালব্লকেররামচন্দ্রপুরসুলতানপুরএলাকায়পঞ্চায়েতনির্বাচনেরপ্রচারকরেনখড়গপুরেরবিজেপিবিধায়কঅভিনেতাহিরণচট্টোপাধ্যায়। দলেরপ্রার্থীনেতাকর্মীদেরসাথেনিয়েকখনোপায়েহেঁটেআবারকখনোগাড়িতেচড়েরোডশোকরেনবিজেপিবিধায়কঅভিনেতাহিরণচট্টোপাধ্যায়।

প্রচারেরফাঁকেগ্রামেরমন্দিরেগিয়েনিজেমুখেমন্ত্রোচ্চারণকরেপুজোদিয়েপ্রণামসারেনহিরণ। অভিনেতাহিরণকেদেখতেভিড়জমায়বিজেপিকর্মীসমর্থকদেরপাশাপাশিবহুসাধারণমানুষ। তাদেরসাথেসৌজন্যেবিনিময়েরমাধ্যমেজনসংযোগসারেনহিরণ, সাধারণমানুষেরউদ্দেশ্যআবেদনজানানবিজেপিকেভোট দিয়েজেতানোরজন্য।

hiran 3.jpg

এদিন প্রচারশেষেশাসক দলেরবিরুদ্ধেআক্রমণশানিয়েহিরণমন্তব্য করেন, ‘প্রত্যেকেচানবাংলায়পরিবর্তনহোক। চোরদেরকেহটিয়েবিজেপিকেএনেপ্রত্যেকটিপঞ্চায়েতেসততাপ্রতিষ্ঠাকরতে সবাই চাইছে। আগেচোরমুক্তগ্রামপঞ্চায়েতগড়তেহবে, তাহলেইউন্নয়ননিজেথেকেই হয়েযাবে।

আজ শুক্রবার একপ্রকারঘাটালেবিজেপি (BJP) প্রার্থীদেরসমর্থনেপ্রচারেগিয়েচোরহাঁটাওবাংলাবাঁচাওএরডাকদিলেনবিজেপিবিধায়কঅভিনেতাহিরণচট্টোপাধ্যায়।