'চোর মুক্ত গ্রাম পঞ্চায়েত'-এর ডাক বিজেপি বিধায়কের

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে হবে পঞ্চায়েত ভোট। এদিকে ভোটকে পাখির চোখ করে রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচার চালাচ্ছে। জোরকদমে প্রচার চালাচ্ছে বিজেপিও।

author-image
SWETA MITRA
New Update
hiran 1.jpg

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুরঃ পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ঘাটালে হাজির হলেন বাঙালি অভিনেতা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। 'চোর মুক্ত গ্রাম পঞ্চায়েত করতে হবে, চোর মুক্ত গ্রাম পঞ্চায়েত হয়ে গেলেই উন্নয়ন আপনা থেকেই হবে', এমনই মন্তব্য করেন হিরণ। এরই সাথে ঘাটালে (Ghatal) প্রচারে গিয়ে 'চোর হাঁটাও বাংলা বাঁচাও' এর ডাক দিলেন হিরণ চট্টোপাধ্যায় আজ শুক্রবার।

hiran 2.jpg

 পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের রামচন্দ্রপুর সুলতানপুর এলাকায় পঞ্চায়েত নির্বাচনের প্রচার করেন খড়গপুরের বিজেপি বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। দলের প্রার্থী নেতা কর্মীদের সাথে নিয়ে কখনো পায়ে হেঁটে আবার কখনো গাড়িতে চড়ে রোড শো করেন বিজেপি বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।

প্রচারের ফাঁকে গ্রামের মন্দিরে গিয়ে নিজে মুখে মন্ত্রোচ্চারণ করে পুজো দিয়ে প্রণাম সারেন হিরণ। অভিনেতা হিরণকে দেখতে ভিড় জমায় বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ। তাদের সাথে সৌজন্যে বিনিময়ের মাধ্যমে জনসংযোগ সারেন হিরণ, সাধারণ মানুষের উদ্দেশ্য আবেদন জানান বিজেপিকে ভোট দিয়ে জেতানোর জন্য।

hiran 3.jpg

এদিন প্রচার শেষে শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে হিরণ মন্তব্য করেন, ‘প্রত্যেকে চান বাংলায় পরিবর্তন হোক। চোরদেরকে হটিয়ে বিজেপিকে এনে প্রত্যেকটি পঞ্চায়েতে সততা প্রতিষ্ঠা করতে সবাই চাইছে। আগে চোর মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়তে হবে, তাহলেই উন্নয়ন নিজে থেকেই হয়ে যাবে।

 

আজ শুক্রবার একপ্রকার ঘাটালে বিজেপি (BJP) প্রার্থীদের সমর্থনে প্রচারে গিয়ে চোর হাঁটাও বাংলা বাঁচাও এর ডাক দিলেন বিজেপি বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।