/anm-bengali/media/media_files/fKds1iA4LY0VLFmCb2UM.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের কালনায় সকাল থেকেই আকাশ হালকা মেঘে ঢাকা রয়েছে। সকালে কিছুক্ষণের বৃষ্টি হতে পারে। তবে সারাদিনে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। সকাল ১১ টা থেকে আকাশ মেঘমুক্ত হয়ে যাবে। তবে আজ কালনাবাসী গরম থেকে মুক্তি পাবেন। আজ কালনার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আজ কালনার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। প্রসঙ্গত, গতকাল বিকেলের পর কালনায় আচমকাই কালবৈশাখী ঝড় শুরু হয়। বেশ কিছুক্ষণ ঝড়ের দাপট বজায় ছিল। সঙ্গে প্রচুর বৃষ্টি হয়। আবহাওয়ার লাইভ আপডেট পেতে ক্লিক করুন।