বিপর্যয়! বাংলা-সিকিম লাইফলাইন থমকে

ক্রমাগত বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-30 at 3.37.49 PM

নিজস্ব প্রতিনিধি, উত্তরবঙ্গ: দুর্যোগপূর্ণ উত্তরবঙ্গ। বাংলা-সিকিম লাইফলাইন থমকে। লিখুভি ও তারখোলায় ধসের জেরে ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। ফের দুর্যোগের ঘনঘটা উত্তরবঙ্গজুড়ে। প্রবল বর্ষণের জেরে আবারও ধস নামল সিকিম-বাংলার প্রধান সংযোগপথে। লিখুভি ও কালিম্পং জেলার তারখোলায় একাধিক জায়গায় ধস নামায় কার্যত সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়েছে বাংলা-সিকিমের যোগাযোগ ব্যবস্থা।

rain