New Update
/anm-bengali/media/media_files/9gB32fsx7lsnGZnAk53Q.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সোমবার গোটা বাংলাজুড়েই আজ আকাশ সকাল থেকে কালো করে রয়েছে। এদিকে সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে ছিঁটেফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। মেঘলা আকাশ। গুমোট গরম রয়েছে।ডেবরা, সবং, পিংলাসহ বিভিন্ন জায়গায় ছিঁটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছে কিছুক্ষণ আগে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us