Shocking: ভয়ে কাঁপছেন বাংলার পুলিশ! খুন হতে পারেন, কাতর আবেদন

পুলিশ ও শাসকদল মিলেমিশে কাজ করছে বলে ভোটগ্রহণের শুরু থেকেই অভিযোগ করছে বিজেপি। এবার ঠিক তার উল্টো চিত্র। তৃণমূলের হুমকিতে ভয় পেয়ে বিজেপি নেতার কাছে আবেদন করলেন পুলিশকর্মী।

author-image
Anusmita Bhattacharya
New Update
police1

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: রাজ্য পুলিশের সাহায্য নিয়ে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে বলে সকাল থেকেই অভিযোগ তোলে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বয়ং এই অভিযোগ তোলেন। কিন্তু তাঁরই জেলা দক্ষিণ ২৪ দিনাজপুরে উল্টো চিত্র। রাজ্য পুলিশের এক কর্মী সুকান্তের কাছে এসেই দায়িত্ব থেকে মুক্তি দেওয়ার আর্জি জানান। অভিযোগ, ছাপ্পা ভোটে বাধা দেওয়ার জন্য তাঁকে মেরে ফেলার হুমকি দিচ্ছে শাসকদলের নেতারা। মৃত্যুভয়ে তিনি দায়িত্ব থেকে সরতে চাইছেন।

সকাল ১০টা নাগাদ গঙ্গারামপুরের সুখদেবপুরে ১৭৬ নম্বর বুথে ছাপ্পা ভোট পড়ছে বলে অভিযোগ বিজেপির। স্থানীয় বিজেপি নেতাদের ফোন পেয়ে ঘটনাস্থলে যান সুকান্ত। তখনই রাজ্য পুলিশের কর্মী কৃষ্ণমোহন ঝাঁ সুকান্তের গাড়ির কাছে এসে কাতর স্বরে অভিযোগ জানান। কৃষ্ণমোহন জানান শিলিগুড়ি কমিশনারেট থেকে এসেছেন। এই অঞ্চলে কাউকে চেনেন না। তবে শাসকদলের লোকেরাই তাঁকে মেরে ফেলতে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। সুকান্ত তাঁকে হাতের লাঠি ব্যবহার করার পরামর্শ দেন।