/anm-bengali/media/media_files/2025/07/24/whatsapp-image-2025-07-24-at-191950-2025-07-24-20-16-57.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: টাইফুন উইফার প্রভাবে নিম্নচাপ বঙ্গোপসাগরে, আর তার জেরে আগামী চারদিন ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ; এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
বৃহস্পতিবার থেকে রবিবার দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর সেই অনুযায়ী, আজ সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আকাশের মুখভার, চলছে বৃষ্টি। হাল্কা থেকে মাঝারি বৃষ্টিতে সকাল থেকে ভিজছে চন্দ্রকোনা। পাশাপাশি ঘাটাল দাসপুরেও একই পরিস্থিতি আবহাওয়ার।
/anm-bengali/media/post_attachments/2f0debbd-cdd.png)
শুধু ঘাটাল মহকুমা নয়, জেলার অধিকাংশ জায়গায় নিম্নচাপের জেরে কোথাও সকাল থেকে মেঘলা অন্ধকারাচ্ছন্ন আকাশ আবার কোথাও চলছে বৃষ্টি। গুমোট গরম, আর্দ্রতাজনিত পরিস্থিতি থেকে স্বস্তি মিললেও, ঘাটালে কিন্তু এহেন আবহাওয়ায় অশনিসংকেত দেখছে এখনও জলবন্দি এলাকার বাসিন্দারা। এককথায়, নিম্নচাপের বৃষ্টিতে কারও পৌষ মাস আবার কারও সর্বনাশ বলা চলে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us