New Update
/anm-bengali/media/media_files/2025/08/03/new-project-7-2025-08-03-09-31-45.jpg)
নিজস্ব সংবাদদাতা: বয়সটা মাত্র ২২, ছেলেটার ধ্যান-জ্ঞান ছিল ক্রিকেট আর স্বপ্ন ছিল বাংলা ও দেশের হয়ে খেলার। কিন্তু মৃত্যু তার জীবনে নামিয়ে আনল অকাল কড়াল গ্রাস। হৃদরোগে আক্রন্ত হয়ে চির বিদায় নিলেন উদীয়মান ক্রিকেটার প্রিয়জিৎ।
/anm-bengali/media/post_attachments/1adbac51-529.png)
বীরভূমের বোলপুরের বাসিন্দা সে। ২০১৮-১৯ মরশুমে সিএবি আয়োজিত আন্তঃ জেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেট টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সম্মানিত করা হয়েছিল তাকে। তার মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়া জগতে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us