বানভাসি উত্তরবঙ্গ, কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লির পর এবার ভয়াবহ বন্যার কবলে উত্তরবঙ্গ। টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা উত্তরবঙ্গবাসী। টানা বৃষ্টিতে জলমগ্ন এলাকার পর এলাকা। অন্যদিকে, সকাল থেকে পাহাড়ে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পঙে মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।

author-image
SWETA MITRA
New Update
mamata flood.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। এদিকে উত্তরবঙ্গের এহেন বন্যা পরিস্থিতি দেখে বিশেষ টুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি রবিবার এক টুইট বার্তায় লেখেন, ‘আগামীকালআমারসেচমন্ত্রীরনেতৃত্বেএবংদুর্যোগব্যবস্থাপনা, সেচকৃষিসচিবদেরনিয়েবন্যাকবলিতউত্তরবঙ্গেএকটিউচ্চপর্যায়েরদুর্যোগব্যবস্থাপনাদলপাঠানোহবে।উত্তরবঙ্গেরজেলাগুলিতেভারীবৃষ্টিপাতহয়েছে, নদীগুলিফুলেউঠেছে, রাস্তাঘাটবিঘ্নিতহয়েছে, সম্পত্তিরক্ষতিহয়েছে, মানুষজলবন্দীহয়েপড়েছেন।জেলাপ্রশাসকএসপিরাএনডিআরএফ (NDRF)-এর সহায়তায়যুদ্ধ পর্যায়েত্রাণউদ্ধারকাজকরছেন।  আমিব্যক্তিগতভাবেপর্যবেক্ষণকরছিএবংআমারসিএসকেসার্বক্ষণিকমাঠপরিস্থিতিতদারকিকরারনির্দেশদিয়েছি।কোনোপ্রকারছাড়দেওয়াহবেনা।‘