/anm-bengali/media/media_files/2025/07/22/whatsapp-image-2025-07-22-2025-07-22-15-18-32.jpeg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: বর্ষার বিকেল। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা, তার ফাঁকে ফাঁকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেই নিঃশব্দ সঙ্গীতের সঙ্গে যেন তাল মিলিয়ে ছন্দে জেগে ওঠে জঙ্গলমহলের অপার সৌন্দর্য। ঝাড়গ্রাম জেলার এক কোণে, সবুজ পাহাড়, ঘন জঙ্গল আর নদীর কলকল ধ্বনি জুড়ে আছে এক অপার শান্তির ঠিকানা— বেলপাহাড়ি। বর্ষায় এই জায়গাটা যেন নতুন প্রাণ পায়। ঘন সবুজে ঢেকে যায় পাহাড়-জঙ্গল। পাথরের গা বেয়ে ঝরে পড়ে জলপ্রপাত, টলমলে নদীর স্রোত ফুলেফেঁপে ওঠে। চারপাশে শুধু সবুজ, মাটির গন্ধ, আর পাখির ডাক— যেন প্রকৃতির আঁচলে নিজেকে গুটিয়ে নেওয়ার মতো এক অনুভব। এমন নয় যে বর্ষার বেলপাহাড়ি কেবলই শান্ত। অতি বৃষ্টিতে ধস নামার সম্ভাবনা, পিচ্ছিল পাহাড়ি পথ— সবই ঝুঁকিপূর্ণ। প্রকৃতি এখানে যেমন কোমল, তেমনই কঠোর। কখন যে রূপ বদলে ভয়ঙ্কর হয়ে উঠবে, তা কেউ জানে না। কিন্তু প্রকৃতির এই রূপের টানেই তো মানুষ ছুটে যায় বেলপাহাড়ির বুকে। সাম্প্রতিক সময়ে বহু পর্যটক বর্ষার মোহে পড়েই পাড়ি দিচ্ছেন এই পাহাড়ি জনপদের দিকে। কেউ প্রকৃতির শীতল পরশ নিতে, কেউ বা এর অপার সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে পৌঁছে যাচ্ছেন। তাদের চোখে এই ঝুঁকির মধ্যেও যেন এক রোমাঞ্চ, এক অনন্য অভিজ্ঞতা লুকিয়ে আছে। বেলপাহাড়ির বর্ষা তাই শুধু দর্শনের নয়, এটা এক অনুভব, এক আত্মিক সংযোগ প্রকৃতির সঙ্গে।
/anm-bengali/media/post_attachments/media/photo-s/16/76/f1/79/ghagra-falls-232228.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us