New Update
/anm-bengali/media/media_files/2025/05/16/UyUg5jqi8Dghfcg7FzrA.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বেলপাহাড়ি থানার ভুলাভেদা জঙ্গল এলাকায় আজ দুপুরে প্রবল ঝড়বৃষ্টির জেরে পাঁচ নম্বর রাজ্য সড়কে ভেঙে পড়ে একটি বিশাল শালগাছ। মুহূর্তে বন্ধ হয়ে যায় পুরুলিয়া-ঝাড়গ্রাম সংযোগকারী গুরুত্বপূর্ণ এই পথ। ঘণ্টাখানেকের চেষ্টায় স্থানীয় বাসিন্দারা গাছ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। প্রশাসনের তরফে ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
/anm-bengali/media/post_attachments/67ac2e31-e22.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us