/anm-bengali/media/media_files/2025/05/29/irqxSzeDDCQYxzWJqqJx.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: মানবিক উদ্যোগে আরও একবার দৃষ্টান্ত স্থাপন করল ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানা। গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের ধড়াংঙি গ্রামে আয়োজিত হল "সহায়" কর্মসূচি। ঝাড়গ্রাম জেলা পুলিশের তত্ত্বাবধানে বেলিয়াবেড়া থানার উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় প্রায় ১০০ জন ছাত্রছাত্রীকে প্রদান করা হয় বিনামূল্যে শিক্ষা সামগ্রী।
এদিন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে খাতা, কলম, বই সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেন উপস্থিত পুলিশ আধিকারিকরা। বিশেষভাবে উল্লেখযোগ্য, ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে চালু হওয়া "দিশা" নামক একটি বিনামূল্যে কোচিং সেন্টারের প্রসঙ্গও এদিনের কর্মসূচিতে উঠে আসে, যা অসহায় ও পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীদের জন্য এক উল্লেখযোগ্য পদক্ষেপ। এছাড়াও এদিন অনুষ্ঠানে বেলিয়াবেড়া থানার মহিলা সিভিক ভলেন্টিয়ার রাজশ্রী হাঁসদার সর্বভারতীয় রেফারি হিসেবে স্বীকৃতি পাওয়ায় তাঁকে সংবর্ধনা ও সম্মান জানান উপস্থিত পুলিশ আধিকারিকরা। রাজশ্রীর এই কৃতিত্ব গোটা জেলার মুখ উজ্জ্বল করেছে বলেও জানান আধিকারিকরা।
/anm-bengali/media/post_attachments/1d40bc64-600.png)
শুধু শিক্ষা সামগ্রী বিতরণেই থেমে থাকেনি কর্মসূচি। এদিনের মঞ্চ থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে বাল্যবিবাহ ও সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তা দেন পুলিশ আধিকারিকরা। পাশাপাশি পুলিশ ভবিষ্যতেও অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে থাকবে বলে আশ্বাস দেন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের ডিএসপি (সদর) সমীর অধিকারী, বেলিয়াবেড়া থানার ওসি নীলু মন্ডল, গোপীবল্লভপুর সার্কেল ইন্সপেক্টর দেবাশীষ ঘোষ, এবং থানার পুলিশ আধিকারিক স্বরুপ চেল, অনির্বাণ পড়ুয়া, সন্দীপ মল্লিক প্রমুখ।
এদিনের এই মানবিক উদ্যোগকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে দেখা যায় উৎসাহ ও সন্তুষ্টির আবহ। পুলিশের এমন জনমুখী ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us