New Update
/anm-bengali/media/media_files/2025/09/23/whatsapp-image-2025-09-23-at-2025-09-23-22-46-34.jpeg)
নিজস্ব সংবাদদাতা: গত ১৭ সেপ্টেম্বর ৭৫ বছরে পদার্পণ করেছেন বিশ্ববরেণ্য নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে কৃষ্ণদেবপুর প্রাইমারি স্কুলের সামনে এসটিকেকে রোডে জনসাধারণের উদ্দেশ্যে লাড্ডু বিতরণের আয়োজন করা হয়।
/anm-bengali/media/post_attachments/3ab7ff26-dbc.png)
/anm-bengali/media/post_attachments/0499c025-a68.png)
কালনা ৪ নম্বর মন্ডলের সভাপতি গৌর মন্ডলের নেতৃত্বে কৃষ্ণদেবপুরের ৭৬ নম্বর বুথের সভাপতি সুজন মন্ডলের উদ্যোগে এই লাড্ডু বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
/anm-bengali/media/post_attachments/2c968bb3-f15.png)
/anm-bengali/media/post_attachments/d1c07cff-f5d.png)
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাটোয়া জেলার বিজেপির প্রাক্তন সভাপতি গোপাল চ্যাটার্জি মহাশয়, জেলার সহ সভানেত্রী মৌসুমী মন্ডল মহাশয়া, জেলা কমিটির সদস্য শিশির রায় মহাশয় সহ বিজেপির সনামধন্য স্থানীয় নেতৃত্বরা।
/anm-bengali/media/post_attachments/35ce7f73-720.png)
/anm-bengali/media/post_attachments/3f2bbc25-d98.png)
এই কর্মসূচি জনমানবে ব্যাপক সারা ফেলে।
/anm-bengali/media/post_attachments/6c9887f5-876.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us