New Update
/anm-bengali/media/media_files/2025/04/21/s4kY3UejYjHMU09MpMdq.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: উদ্বোধন হতে চলেছে বেলদা অডিটোরিয়াম। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় ব্লকের বেলদাতে নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন হতে চলেছে আগামী মঙ্গলবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে প্রশাসনিক সভা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন বেলদার অডিটোরিয়াম।
বেলদার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই অডিটোরিয়ামের। বাম আমলে কাজ শুরু হয়েছিল অডিটোরিয়ামের পুরো কাজ সম্পন্ন করতে পারেনি সিপিআইএম। পরবর্তীতে তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট অডিটোরিয়ামের কাজ পূরণ করার উদ্যোগ নেন। সেই মতো কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে অডিটোরিয়ামের। মঙ্গলবার সেই অডিটোরিয়ামেরই ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
/anm-bengali/media/post_attachments/ee675867-d50.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us