বেলপাহাড়িতে দেখা মিলল ভাল্লুকের

ভয়ে রয়েছে মানুষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-04-23 at 6.20.01 PM

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের বেলপাহাড়ির ভুলাভেদা রেঞ্জের জোড়ামের জঙ্গলে দেখা মিলল বন্য ভাল্লুকের। বাঘের পর এবার ভাল্লুকের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে বাসিন্দাদের।

দিন দুয়েক আগে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে ছিল হরিণ। মেলে একাধিক চিহ্ন। এবার জঙ্গল ছেড়ে লোকালয়ে বন্য ভাল্লুকের প্রবেশের বিষয়টি খুব চিন্তায় ফেলল বন দফতরকে। কারণ জঙ্গল থেকে একের পর এক প্রাণী লোকালয়ে ঢুকে পড়ায় উদ্বিগ্ন বন দফতর। তাহলে কি বন্য প্রাণীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে নাকি ফের বাঘ আশ্রয় নেওয়াতেই বাকিরা বাইরে বেরিয়ে আসছে সেটাই প্রশ্ন।

স্থানীয়দের একাংশের অনুমান ঘটনার পর থেকেই এলাকায় পুনরায় বাঘের আতঙ্কের সৃষ্টি হয়েছে। গোটা বিষয়টির উপর নজর রাখছে বন দফতর। বন বিভাগের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট গ্ৰামের বাসিন্দারা। মাত্র দুই দিন আগে একটি চিতল হরিণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন বিভাগের কর্মীরা এবং আহত হরিণটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় ঝাড়গ্রাম মিনি জু-তে। এদিকে কিছুদিন আগেই এই এলাকাতেই বসবাস করছিল বাঘ। ফলে বাঘের আক্রমণের মুখেও পড়তে পারে হরিণ এমনটাই সন্দেহ করা হচ্ছে। হরিণটির পায়ে যে ক্ষতচিহ্ন রয়েছে সেটি কোন জন্তুর আঘাত সেটা এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। 

Bear | Types, Habitat, & Facts | Britannica