সাবধান! রাজ্যে ঘনিয়ে আসছে বিপদ! আবহাওয়ার তান্ডব

অবিরাম বৃষ্টি। সঙ্গী ঝোড়ো হাওয়া। সপ্তাহান্তে আবহাওয়ার বড় বদল। পুজোর মুখে নাজেহাল মণ্ডপ শিল্পী থেকে প্রতিমা শিল্পীরা।

author-image
Pallabi Sanyal
New Update
z

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা  : অবিরাম বৃষ্টি। মুষলধারে কয়েকঘন্টার বৃষ্টিতে কার্যত জলমগ্ন শহর। ইতিমধ্যেই নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। তার ওপর সাতসকালের বৃষ্টিতে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। কেউ বা বেরিয়েছেন বাস ধরবেন বলে, কেউ বা আবার ট্রেনের যাত্রী। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হওয়ায় অনেকেই ছাতা সমেত ভিজে গিয়েছেন। তবে দুর্যোগের এখানেই শেষ নয়। উপকূলবর্তী অঞ্চলগুলিতে এখনও বিপদ কাটেনি। বলা যায়, ঘোর বিপদ। আগামীকাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনায় জারি হলুদ সতর্কতা। ব্যাপক বৃষ্টিতে বাঁধ ভাঙার আশঙ্কা সুন্দরবনে। একেই দ্বীপ। জলে ঘেরা। তারওপর বৃষ্টিতে জলস্তর বৃদ্ধির আশঙ্কা।

Roads submerged, all schools shut as rain batters Ahmedabad - India Today

 ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাত থেকে। আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ভরা কোটালের জোড়া ফলাই এই অসময়ে বৃষ্টির কারণ। উপকূলবর্তী অঞ্চলগুলি লন্ডভন্ড হওার আশঙ্কা করা হচ্ছে। যদিও দুর্যোগ মোকাবিলায় তৎপর প্রশাসন। বাঁধ ভাঙলে ভেসে যাবে একের পর এক গ্রাম। ঘর ছাড়া, সর্বোপরি সর্বহারা হওয়ার আশঙ্কায় আতঙ্কিত অসহায় মানুষগুলো।

content writer