ওটিপি! এখনই সাবধান হন

ওটিপি শেয়ার! ফোন কিংবা মেসেজ পাচ্ছেন? জানেন ঘটতে পারে বড়সড় বিপদ।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaa

নিজস্ব সংবাদদাতা : ভুলেও করবেন না ওটিপি শেয়ার। জানেন কি এই একটা ভুলই আপনার জীবনে ডেকে আনতে পারে চরম সর্বনাশ? ওটিপি শেয়ার করে প্রতারণার শিকার হওয়ার ঘটনা দিন দিন বাড়ছে। এবার আরো এক ঘটনা সামনে এল। আসানসোল-দুর্গাপুর পুলিশ এক্স হ্যান্ডেলে এক প্রতারণা চক্রের পর্দা ফাঁস করে জানিয়েছে, ওটিপি শেয়ার করে প্রতারিত হওয়া এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। অভিযোগকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের অর্থ কেটে নেওয়া হয়েছে।  ঝাড়খণ্ড, আসানসোল, বাঁকুড়া, রানিগঞ্জ, মেজিয়া সহ আরো অনেক জায়গায় ছড়িয়ে থাকা একটি জালিয়াতির নেটওয়ার্ক প্রকাশ করে সাইবার থানা ৬,০০,০০০ টাকা ফেরত দিয়েছে৷ ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তাদেরল কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে সিম কার্ড, এটিএম কার্ড এবং পাসবুক।