সেচ দফতরের অফিসে রাতভর বিক্ষোভ, মাটিতে বসে অভিযোগ শুনলেন বিডিও

কি কি অভিযোগ মানুষের?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-17 at 5.47.36 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ভরা কাঁসাই, তার মধ্যেই নদী বাঁধের গর্ত, জঙ্গল পরিস্কার না করা, রাস্তা মেরামতি না করাসহ একাধিক দাবিতে সেচ দফতরের অফিস ঘিরে রাতভর বিক্ষোভ চলল। অফিসের মেঝেতে বসে এলাকাবাসীর সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দিলেন বিডিও। 

বর্তমানে ভরা কাঁসাই। আর তার মধ্যেই একাধিক দাবিতে রাতভর বিক্ষোভ চলল সেচ দফতরের অফিসকে ঘিরে।ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের শালডহরী এলাকার। এলাকাবাসীর অভিযোগ, নদী ফুঁসছে। তার আগে রাস্তা সংস্কার, নদী বাঁধের জঙ্গল পরিস্কার, নদীর বাঁধের গর্ত বন্ধ করা এই কাজগুলি সেচ দফতর গুরুত্ব দিয়ে করছে না। এর ফলে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা। বুধবার রাত ১১টা পর্যন্ত শালডহরী এলাকায় সেচ দফতরের অফিসের সামনে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। ভয়ে অফিসে তালা লাগিয়ে চম্পট দেয় কর্মী। পরে ঘটনাস্থলে আসে পুলিশ। সেচ দফতরের অফিস খুলে মেঝেতে বসে এলাকাবাসীর অভিযোগ শোনেন বিডিও, ওসি, সেচ দফতরের এসও। দীর্ঘক্ষণ আলোচনা চলার পর এলাকাবাসীদের আশ্বস্ত করেন বিডিও এই বলে যে যে কাজগুলি বাকি রয়েছে তা দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে। এরপরই এলাকাবাসী বিক্ষোভ তুলে নিজেদের বাড়ি চলে যায়। 

Screenshot 2025-07-17 173552