বিডিও স্বয়ং জল নিকাশির ব্যবস্থা করলেন

ঘরের দুয়ারে বিডিও।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-07 at 4.23.49 PM

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হাসনাবাদের রামেশ্বরপুর বরুনহাট পঞ্চায়েতের দক্ষিণ বরুনহাট, গাজিপাড়া, পালপাড়া সহ একাধিক এলাকায় গত ২০ দিন ধরে অতি বৃষ্টির ফলে জল জমে রয়েছে । কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান জল। পোকামাকড় থেকে শুরু করে সাপ সব ঢুকে যাচ্ছে ঘরে। জলের জন্য একদিকে যেমন ফসলের এবং মাছের ভেড়ির ক্ষতি হয়েছে অন্যদিকে বহুদিন জল জমে থাকায় জল পচে দূষিত হচ্ছে এলাকা। স্থানীয় মানুষ পঞ্চায়েতকে বহুবার জানানোর পর পঞ্চায়েতের তরফ থেকে একাধিক শ্যলো মেশিনের মাধ্যমে জল বের করার চেষ্টা চলছে কিন্তু আজ ৩ দিন ধরে মেশিন চললেও জল কমছে না। 

অগত্যা হাসনাবাদ ব্লক আধিকারিক এবং পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করলেন এবং স্থানীয় মানুষের সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা শুনলেন। পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করার আশ্বাস দিলেন।

Screenshot 2025-08-07 161338