অভিষেকের প্রস্তাবে রাজি! মুখ্যমন্ত্রী মমতার কাছে যাবেন বায়রন

শনিবার রানিনগরের জনসভা থেকে সাগরদিঘির উন্নয়ন নিয়ে বায়রনের উদ্দেশ্যে অভিষেক বলেছিলেন, মুখ্যমন্ত্রীর দরজা খোলা।

author-image
Pallabi Sanyal
New Update
ABHISHEK BAYRON

বায়রন বিশ্বাস -অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের প্রস্তাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে রাজি বলে জানালেন সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের জয়ী প্রার্থী বায়রন বিশ্বাস। শনিবার রানিনগরের জনসভা থেকে সাগরদিঘির উন্নয়ন নিয়ে বায়রনের উদ্দেশ্যে অভিষেক বলেছিলেন “সাগরদিঘিতে কংগ্রেসের এমএলএ জিতেছেন। আমি অনুরোধ করব যাতে আগামী দিনে যাতে সাগরদিঘি উন্নয়ন হয় তা তিনি যেন দেখেন। যদি কাজে কোনও অসহযোগিতা হয় তাহলে বিধানসভায় তিনি যান মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। কেউ বারণ করছে না।”  অভিষেকের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বায়রন বলেছেন, ''অভিষেকের কথা শুনে ভালো লাগলো। এলাকার উন্নয়নের স্বার্থে আমি অবশ্যই  মুখ্যমন্ত্রীর কাছে যাব।''