New Update
/anm-bengali/media/media_files/2025/10/28/screenshot-2025-10-28-172613-2025-10-28-17-26-32.png)
নিজস্ব প্রতিনিধি, তমলুক: ঝড়-বৃষ্টির জেরে কালীপুজোর মেলায় লাইটের ব্যারিকেড ভেঙে যান চলাচল ব্যাহত তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়কের তমলুকের হাকোল্লা এলাকায়।
জানা যায় যে তমলুক বিডিও অফিসের অদূরে হাকোল্লা কালীপুজোর মেলা চলছে আর সেই মেলার লাইটের গেট হয়েছিল তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়কের উপর। বৃষ্টি এবং ঝড়ের কারণে ভেঙে পড়ে সেটি। তবে দুর্ঘটনায় কেউ আহত হয়নি। যান চলাচল বন্ধ রয়েছে। ব্যারিকেড ভেঙে যাওয়ায় রাস্তা পরিষ্কারের কাজ চলছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/28/screenshot-2025-10-28-172552-2025-10-28-17-26-47.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us