/anm-bengali/media/media_files/UQDP2YsMO6JnbyhIyQxD.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ব্যারাকপুরে সোনার দোকানে ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় পুলিশ দু’জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে এই ঘটনার তদন্তভার ব্যারাকপুর পুলিশ কমিশনার গোয়েন্দা বিভাগকে দিয়েছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, কাউকে এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি। বুধবার সন্ধ্যায় ব্যারাকপুরের একটি সোনার দোকানে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। প্রাথমিকভাবে সিসিটিভিতে দেখা গিয়েছে, ভরসন্ধ্যায় অস্ত্র হাতে দোকানের ভিতর ঢুকে পড়েছিল কয়েকজন দুষ্কৃতী। তাদের বাধা দিতে গিয়ে খুন হন দোকান মালিকের ছেলে নীলাদ্রি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ডাকাতিতে বাধা দেওয়ার ফলে খুন হয়েছে নীলাদ্রি। কিন্তু তদন্ত যত এগোচ্ছে, তাতে অন্য আরও তত্ত্ব উঠে আসছে।
তবে এই ঘটনা কেবল ডাকাতিতে বাধা পেয়ে খুন নাকি পুরনো কোনও শত্রুতার জের, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।