/anm-bengali/media/media_files/qMCuLpENgUnqQrX09bTi.jpg)
নিজস্ব সংবাদদাতা: ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতি এবং গুলি চালিয়ে খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও ২ জনকে আটক করা হয়েছে। গ্রেফতার হওয়া আসামিদের নাম সফি খান এবং জামশেদ আনসারি। সফি খানকে খড়দা রহড়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। জামশেদ আনসারিকে বীরভূমের মুরারাই থেকে গ্রেফতার করা হয় বলে সাংবাদিক বৈঠক করে জানালেন ডিসি সেন্ট্রাল আশিস মৌর্য। ডাকাতি এবং খুনের ঘটনার প্রতিবাদে আগামীকাল শনিবার ১২ ঘণ্টার জন্য বনধ ডাকলেন স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা।
ব্যারাকপুর স্বর্ণ শিল্পী সমিতির প্রেসিডেন্ট গোবিন্দ পাল জানান যে ব্যারাকপুর সিপি অফিসে যান মৌন মিছিল করার অনুমতির জন্য। টিটাগর থানা তাতে অনুমতি দেয়। শনিবার বনধ ডাকা হয়েছে ব্যারাকপুর এবং পলতা এলাকায়।’